গত কয়েক বছর ধরে ইন্জুরিতে ভুগছেন ব্রাজিলের সুপার স্টার নেইমার জুনিয়র। সৌদি আরবের ক্লাব আল হিলাল ফ্রী এজেন্টে ব্রাজিলের ক্লাব সান্তোসে পাড়ি দেন নেইমার জুনিয়র।
নেইমার জুনিয়র সান্তোসে ৭ ম্যাচ খেলে ৩টি গোল ও ৩ টি এসিস্ট করেন এবং একবার তিনি ম্যাচ সেরা হোন।
আগামী ফিফা উইন্ডো কলম্বিয়া ও আর্জেন্টিনার ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র। কিন্তু নেইমারের ইন্জুরি যেনো পিছু ছাড়ছে না। তাই দরিবাল জুনিয়র প্রেস মিটিংয়ে নেইমার কে আগামী দুই ম্যাচ অবসর ঘোষণা দেন।
নেইমারের পরবর্তীতে জায়গা করে নেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনড্রিক।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।