শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ভারতে আসছেন মেসি, শুরু হচ্ছে “G.O.A.T India Tour 2025”

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক খবর! ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি আসছেন ভারতে। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে “G.O.A.T India Tour 2025”, যা আয়োজন করছে সাতাদ্রু দত্ত ইনিশিয়েটিভ।

তিনটি শহরে ভক্তদের সঙ্গে দেখা করবেন মেসি—

কলকাতা – ১৩ ডিসেম্বর, সল্টলেক স্টেডিয়াম

মুম্বাই – ১৪ ডিসেম্বর, ওয়াংখেড়ে স্টেডিয়াম

দিল্লি – ১৫ ডিসেম্বর, অরুণ জেটলি স্টেডিয়াম

ইভেন্টের টিকিট পাওয়া যাবে District by Zomato প্ল্যাটফর্মে।

ইভেন্ট আয়োজনের দায়িত্বে আছে Wizcraft Entertainment, আর Fanatic থাকছে এক্সপেরিয়েন্স পার্টনার হিসেবে। শুভেচ্ছা সহযোগিতায় আছে Sree Bhumi Sporting Club এবং রেডিও পার্টনার Radio Mirchi।

ফুটবল মহারথীর ভারত সফর ঘিরে ইতোমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। বিশেষ করে কলকাতার ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন মেসিকে নিজেদের চোখে দেখার ঐতিহাসিক মুহূর্তের জন্য।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656