
সুজিত কুমার চক্রবর্তী
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় চাপড়তলা ইউনিয়নের চাপড়তলা গ্রামের মৃত হাসান আলীর ছেলে, আকবর আলী (৭০) নামে এক বৃদ্ধা ভিমরুলের কামড়ে মৃত্যুবরণ করেন।
সোমবার (১৪ই অক্টোবর) বিকেলে আকবর আলী বাজারে যাবার জন্য রওনা হলে পশ্চিমপাড়া রঙ্গু মেম্বারের বাড়ি সংলগ্ন গাছের ভিমরুলের চাক দিয়ে যাবার সময় ভিমরুলের কামড়ে আহত হয় আকবর আলী। আহত আকবর আলীকে নাসিরনগর সদর হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময় গভীর রাতে আকবর আলী মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ বিষয়ে নাসিরনগর সদর হাসপাতালে ডাক্তার সাইফুল ইসলাম জানায়, ৩০/৩৫টি ভিমরুলের কামড় নিয়ে আকবর আলী হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা চলাকালীন সময়ে গভীর রাত্রে তিনি মারা যায়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।