শাবি প্রতিনিধি: সাধারণ ছাত্রদের দাবির মূখে ইতিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন। এতে ছাত্রদের দাবির মূখে এখনো পদ ছাড়তে রাজি হচ্ছেন না বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি অধ্যাপক ড. কবির হোসেন।
শাবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, আমি টিভিতে দেখেছি ভিসি স্যার পদত্যাগ করেছেন। তবে আমি একটা স্ট্যাটাসের মাধ্যমে আমার অবস্থানটা ক্লিয়ার করেছি। পরিস্থিতি দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আপাতত সিলেটে আমার বাসায় আছি। আমিতো এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। আমার তো সমস্যা নেই, যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেওয়া যাবে।
এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের একটি প্লাটফর্মে এক স্ট্যাটাসের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজের অবস্থান তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। এতে শিক্ষার্থীদের সাথে যেকোনো বিষয়ে আলোচনায় বসতে ইচ্ছে পোষণ করেন তিনি।
তবে সে পোস্টে কমেন্ট করে উপ-উপাচার্যকে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সসম্মানে পদত্যাগের আহ্বান জানান শিক্ষার্থীরা।
এদিকে, ছাত্রদের দাবির মূখেই গতকাল শনিবারদুপুরে ব্যাক্তিগত কারণে মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর রাতে পদত্যাগ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়।
এরআগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।