শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

মক্কা থেকে সম্মাননা পেল সুনামগঞ্জের ‘কাজী শফিক হলি ডেইজ’

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ২০২৫ সালের হজ্ব পরিচালনায় সুনামগঞ্জ জেলার অন্যতম ট্রাভেল এজেন্সি কাজী শফিক হলি ডেইজ অসাধারণ স্বীকৃতি অর্জন করেছে। আন্তরিকতা, দক্ষতা এবং মানসম্পন্ন সেবার কারণে এ প্রতিষ্ঠানটি হজ্বযাত্রীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এবারের হজ্বে ১৩০ জন হাজী নিয়ে পবিত্র মক্কা নগরীতে সফলভাবে হজ্ব সম্পন্ন করে কাজী শফিক হজ্ব গ্রুপ। তাদের স্বচ্ছতা ও চমৎকার ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ সৌদি আরবের মক্কা আল মোকাররামা সংস্থা থেকে ১৫ জুন ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটিকে ‘হজ ২০২৫ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

কাজী শফিক হলি ডেইজ-এর চেয়ারম্যান কাজী শফিক এই সম্মাননা প্রসঙ্গে বলেন, “এই অ্যাওয়ার্ড আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে হাজীদের আরও উন্নত সেবা দেওয়ার অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, ২০১২ সাল থেকে কাজী শফিক হলি ডেইজ হজ্ব ও ওমরাহ ব্যবস্থাপনায় কাজ করে আসছে এবং ইতোমধ্যে শতাধিক হাজীর আস্থা অর্জন করে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সুপরিচিতি লাভ করেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656