
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৬শে ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জগন্নাথপুর গ্রামে মোঃ মজিবুর রহমানের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জগন্নাথপুর গ্রামের বাসিন্দা নয়ন আহম্মেদ জানায়,আমাদের বাড়ির পাশের বাড়িতে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে বসতঘরে আসবাবপত্র,ধান-চাল, নগদ অর্থ, দলিলপত্রসহ কয়েকটি গবাদি পশুসহ পুরো টিনের বাড়ি পুড়ে ছাই হয়েছে । এতে আনুমানিক প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান ,শনিবার রাত ৮টার দিকে দিকে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসীর চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করা যায়নি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।