
আমার অবুঝ মনের সবুজ দাবি
কখনো কখনো নিজেকে ভাবি
রবীন্দ্র- নজরুলের শিষ্য,
তাদের মন্ত্রে তন্ত্রে হয়ে বস
উপভোগ করে সাহিত্যের রস
জয় করিব বিশ্ব..।
উদাসী মন আমায় বলে
যাওনা তুমি সেই দলে
যেথায় সাহিত্য আছে,
গল্প নাওয়ের রঙিন পালে
কবিতার ঐ ছন্দের তালে
কোমর দুলিয়ে নাচে।
রক্ষা করতে মনের দাবি
কলম হাতে নিলাম আমি
লেখিলাম একটি গদ্য,
মিষ্টি মধুর গন্ধ দিয়ে
বাক্স ভরা ছন্দ নিয়ে
কাছে ডাকে পদ্য..!
আমার চক্ষু যুগল যেদিকে যায়
ডাকে আমায় আয় চলে আয়
উপন্যাসের ঐ ঘরে,
আমার মন কয়- দাবি জানাই
তোমরা যদি দাও একটু ঠাঁই
থাকিব জনম ভরে।
সাহিত্য রচনা করেন যারা
কোন একদিন মরিবেন তারা
মরিবেনা তাদের লেখা,
সাহিত্য বিশাল জল সিন্ধু
তাহার থাকলে শীর্ষ বিন্দু
পাব কি তাহার দেখা.?
রচনাকালঃ ০৩ জানুয়ারী ২০১৭, ২০ পৌষ ১৪২৩ বঙ্গাব্দ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।