শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

মহানবী (স.) নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট বিমানবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

এম.ইব্রাহিম বিন আশ্রাফী

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাকুয়ারপাড় এলাকায় কাকুয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় হিন্দু ধর্মের পুরোহিত রাম গিরি মহারাজের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বা’দ আছর কাকুয়ারপাড় পয়েন্টস্থ এলাকায় আম্বরখানা টু ভোলাগঞ্জ রোডে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিক্ষোভ মিছিলে নবী প্রেমিকেরা নারায়ে তাকবির আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ সাঃ,বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান, শাহ জালালের তলোয়ার গর্জে উঠুক আরেক বার, মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, জিহাদ জিহাদ জিহাদ চাই জিহাদ করে বাচতে চাই, ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।

মিছিল শেষে স্থানীয় কাকুয়ারপাড় পয়েন্টে প্রতিবাদ সমাবেশ শুরু হয় এতে সভাপতিত্ব করেন কাকুয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী জনাব জহির আলী সাহেব।

বক্তব্য রাখেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাকুয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ এম.ইব্রাহীম বিন আশ্রাফী, বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্মীয়) হাফিজ মাওঃ সালেহ আহমদ সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। এতে করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে ভারতীয় সরকারের নিকট দাবি। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা করতে হবে।

বক্তারা আরও বলেন সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা সবসময় প্রস্তুত। তাদের বিরুদ্ধে মুসলমানরা প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও নবীজির সম্মান রক্ষার্থে এগিয়ে আসবে।

এসময়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মুন্সী শামসুদ্দিন,কাকুয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জনাব শাহজাহান সরদার,বিশিষ্ট মুরব্বি জনাব আসরব আলী, আফরোজ আলী, নিজাম উদ্দিন, এডভেঞ্চার ওয়ার্ল্ড মসজিদের ইমাম রুহুল আমিন, কাকুয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ফিরুজ মিয়া, এয়ারপোর্ট স্টাফ জনাব হাসান মিয়া,মফিজ উল্লাহ,লোকমান মিয়া,বাবুল মিয়া,আনা মিয়া, যুব সমাজের সদস্য মুন্না মিয়া,ক্বারী মাহমুদ ইমতিয়াজ রাফি, সিফাত,রায়হান আহমেদ ইফাজ,সাব্বির, নুরুল আমিন,সাদিক,জাহিদ,তুহিন কাকুয়ারপাড় মাহাদুল কুরআন হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার ছোট বড় শতাধিক নবী প্রেমিকদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পরিশেষে, সভাপতি জনাব জহির আলী সাহেবের সমাপনী বক্তব্য ও ইমাম সাহেবের দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656