
শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা জমিয়তের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে একটি বিজয় র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতিসৌধে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলীলুর রহমান, সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহীদুর রহমান, যুবনেতা ওয়েস আহমদ, জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব আহমদ মারজান, উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফাজ উদ্দিন, উপজেলা জমিয়তের সহ-অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ ও উপজেলা যুব জমিয়তের সহ সম্পাদক হাফিজুর রহমানসহ আরও অনেকে। আলোচনা সভার পর সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।