শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

মহাসিং নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

ইকবাল হুসাইন
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২২ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 

❝সুজন বন্ধুরে, আরে ও-বন্ধু/ গাঙে নয়া পানি/ আমার কি আর সাধ ছিল না/ খেলতাম নাও দৌড়ানি/ সুজন বন্ধুরে…।’ ‘সুজনবন্ধু’খ্যাত সিলেটের গীতিকবি শফিকুন নূরের গানের এই চরণে হাওড় কিংবা নদীতে নৌকাবাইচের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। গানের কথায় আছে বিরহ-বেদনাকাল। তেমনই করোনাকালে বাইচের আয়োজন না হওয়া যে সেই বিরহ-বেদনারই মতো।

শান্তিগঞ্জ উপজেলা অধীন সলফ গ্রামে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।  সলফ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মহাসিং নদীতে বিশাল এক নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে সলফ গ্রামবাসী। লাখ মানুষের ঢল অনেক দূরদূরান্ত থেকে মানুষ এসেছে প্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ কারার জন্য এবং আনন্দঘন পরিবেশ তৈরী করা হয়েছে । নানা রঙের পোশাকে বাইচে অংশ নেন প্রতিযোগিরা। ঢাক–ঢোলসহ নানা বাদ্যের তালে তালে ছিল সারিগান। নানা বর্ণে, আনন্দে-উল্লাসে বেশ জমে ওঠে বাইচ।

এই বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতাটি আয়োজন করেন সলফ গ্রামবাসী এবং এতে উপস্তিত ছিলেন, সলফ গ্রামের মুরুব্বি বৃন্দগন এবং শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার উজ জামান সাহেব এবং শান্তিগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব,ফারুক আহমেদ সাহেব, ভাইস চেয়ারম্যান জনাব, নূর হুসেন সাহেব পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জনাব,নূর কালাম সাহেব,দরগা পাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব, মনির উদ্দিন সাহেব সহ আর অনেক গন্যমান্য ব্যাক্তিগন উপস্তিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656