
চট্টগ্রাম ব্যুরো প্রধান
২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল- ১১ঘটিকায় সাগরকন্যা মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে চলমান গভীর সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজ দেখতে আসেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
এসময় তাঁরা মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ এলাকার হেলিকপ্টার যােগে সরাসরি হেলিপ্যাডে অবতরণ করেন। তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- কক্সবাজার-২, (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মােঃ মাহফুজুর রহমান, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মােঃ আব্দুল হাই, মহেশখালীর পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়াসহ কোলপাওয়ার কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা। মাতারবাড়ী চলমান বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনােয়ারুল ইসলাম।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।