শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

মহেশখালীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধা মহিলা নিহত! হাওড় বার্তা

নুরুল বশর
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৮১৭ বার পড়া হয়েছে

নুরুল বশর মহেশখালী কক্সবাজার 

মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া সড়কে দ্রুতগামী সিএনজি অটোরিক্সার ধাক্কায় লায়লা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে।

জানা যায়, সে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত বশির আহমদের স্ত্রী।

সোমবার ১৯ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় কালারমারছড়া থেকে বদরখালী দিকে আসা দ্রুতগামী দুইটি সিএনজি অটোরিক্সা ওভারটেক করতে গিয়ে সড়কের পশ্চিম পাশে লায়লা বেগমকে সজোরে ধাক্কা দিয়ে ড্রাইভার পালিয়ে যায়। পালিয়ে যাওয়ায় তৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি। মাথায় প্রচন্ড আঘাত হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। সিএনজি দুটি স্থানিয়রা জব্দ করে রাখে।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওঃ আবুল কাসেম মৃত্যুর বিষয়টা সত্যতা নিশ্চিত করেন।

স্হানীয় বাসিন্দা রাসেল বলেন, রাস্তায় স্পীড ব্রেকার না থাকা ও ড্রাইভারের অদক্ষায় একই জায়গায় প্রায় দুর্ঘটনা ঘটে । তবে উপজেলা প্রশাসনকে অনেকবার স্পীড ব্রেকার স্থাপনের কথা বললেও তার বাস্তবায়ন দেখিনি।মহেশখালী উপজেলা প্রশাসনের কাছে অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জোর দাবি জানান।

তাঁর মৃত্যুতে মাইজপাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656