💥মানুষের বিপদে পাশে দাড়াও:
--আয়মান সাদিক
যদি তোমার আশেপাশে কাউকে পড়াশোনা বা অন্য কোন কাজ নিয়ে সমস্যায় পড়তে দেখো তাহলে তার পাশে দাঁড়াও। তাকে সাহায্য করো। আর হ্যাঁ, কাউকে কোন সাজেশন, পরামর্শ দেয়ার পর সেই কাজটা শেষ করেছে কি না তার কিছু দিন পর হলে ও একটা ফোন করে হলে ও মানুষটাকে জিজ্ঞেস করো সেই কাজটা সম্পূর্ণ করেছে কি না। দেখবে এই মানুষটা তোমাকে অনেক দিন মনে রাখবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।