নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার একটি হোটেলে বুধবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফট। সেখানে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী একটি স্কোয়াড গঠন করেছে। সরাসরি চুক্তিতে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে নিয়েছিল দলটি। বুধবারের ড্রাফটে সিলেটের আইকন ও অধিনায়ক মাশরাফী নিজে ছিলেন উপস্থিত। প্রধান কোচ ও ফ্যাঞ্চাইজি মালিকদের সাথে নিয়ে স্কোয়াড গড়তে সহায়তা করেছেন জাতীয় দলের সাবেক এই ওয়ানডে অধিনায়ক।
সিলেট স্ট্রাইকার্স –
সরাসরি চুক্তি – মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, কলিন অ্যাকারম্যান।
ড্রাফট- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মোরেস, গুলবাদিন নাইব, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।