পবিত্র রামাদ্বান উপলক্ষে দেশ বিদেশ অবস্থানরত সর্বস্তরের মুমিন মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশর বহুল জনপ্রিয় হাওড় বার্তা পত্রিকা'র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান ।
শহিদুল ইসলাম রেদুয়ান শুভেচ্ছা বাণীতে বলেন, পবিত্র রামাদ্বান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
তিনি বলেন, রামাদ্বান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্যই রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সংযমের মধ্য দিয়ে প্রতিহিংসা, অসূয়া থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ফিরে আসুক -এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।