শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

মিষ্টি সকাল হীমেল হাওয়া: আশিক হাসান সীমান্ত। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

মিষ্টি সকাল হীমেল হাওয়া

আশিক হাসান সীমান্ত।

মিষ্টি সকাল হীমেল হাওয়া 

চায়ে চুমুক বেলা

এসো ভাসাই সুখের তরে

ভালোবাসার ভেলা।

এই যে সকাল সুরের পাখি

ডাকছে বসে ডালে

এসো লাগাই স্নিগ্ধ ছোঁয়া

শিশিরের জল গালে।

ধোঁয়া উঠা চায়ের কাপে

চুমুক দেবে ঠোঁটে!

এমন সকাল বিতৃষ্ণার নয়

নয়কো কষ্টের মোটে!

বারান্দাতে ঠাঁয় দাঁড়িয়ে

দেখো আলোর ধরা,

কেটে যাবে আলসেমী সব

মনের যত খরা।

হাতে থাকুক গরম কফি

টোস্টের স্বাদে অল্প

দুজন মিলে দেই না জুড়ে

এসো দেখি গল্প।

সকাল শুরু হউক না সুখে

মুগ্ধ আলোর ছোঁয়ায়

মন যেনো না ভরে শুনো

বিষাদের রঙ ধোঁয়ায়।

শোকর গুজার করো প্রভুর

আছো অনেক সুখে

আছি সুখে তাঁরই দয়ায়

শান্তি নিয়ে বুকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656