বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম তুহিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবি ফরিদ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে মুক্তার আহমদ বকুলকে আহবায়ক ও বাউল নোমান উদ্দিন রিপনকে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
কমিটিতে অনুমোদিত সদস্যরা হলেন, আহবায়ক মুক্তার আহমদ বকুল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাউল মুরাদ আহমদ, যুগ্ম আহবায়ক বাউল জাহিদ হোসেন, বাউল মোশাররফ হোসেন রাসেল বি এ,আবুল হাসনাত,পাখি মিয়া,আলা উদ্দিন,তারেক মিয়া,বাউল দ্বারা খান,সদস্য সচিব বাউল নোমান উদ্দিন রিপন,সদস্য ফকির সিজিল হাসান,অলক কর,বাউল আবুল হোসেন সেলিম,কুবাদ বখত চৌধুরী রুবেল,সুমন আহমদ,কণ্ঠশিল্পী সোহানুর রহমান এমাদ,মিনা বেগম,
বাউল সালেহ আহমদ সালাম,রুবেল আহমদ,রোমান আহমদ,মোহাম্মাদ ফরহাদ মিয়া,বাউল সাদ্দাম হোসেন সাগর, বাউল মশিউর রহমান মঞ্জিল, কণ্ঠশিল্পী রোকসানা আক্তার, সুহেল আহমদ,কণ্ঠশিল্পী শাম্মী আক্তার জবা। সদস্য সচিব বাউল নোমান উদ্দিন রিপন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমি বিএনপি পরিবারের সন্তান দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতন ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে ঠিকে ছিলাম তারি ফলস্বরূপ আজ আমি বাংলাদেশ জাতীয়বাদী বাউল দল সিলেট জেলার সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন জনগণের সেবায় কাজ করতে পারি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।