শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

মুসাফির ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গজল সন্ধ্যায় কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক মুফতি সাঈদের আগমন ! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৯৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন:- সর্বপ্রথম সৌদি আরবের মদিনায় ইসলামিক গজল সন্ধ্যার আয়োজন করেছে মুসাফির ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।

গতকাল মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে মোসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান মুসাফিরের সভাপতিত্বে ও সাংবাদিক আনিছুর রহমান পলাশ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য কলরব শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক মুফতি সাঈদ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং মদীনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন মদিনার, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইসলামি সঙ্গীত পরিবেশনা করেন মুফতি সাঈদ আহমেদ ও বাছির দুলাল। বক্তব্যে মুফতি আবু সাঈদ বলেন পবিত্র মাটিতে এই রকম সুন্দর আয়োজনের জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান,এবং ইসলামের আলো সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন, এসময় মদিনা অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। পরে মোসাফির ফাউন্ডেশনের পক্ষ থেকে মুফতি সাঈদ আহমেদ কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

আনিছুর রহমান পলাশ /২ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656