শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

মেম্বার পদপ্রার্থী ওয়ারেছ আহমেদ চৌধুরী সমর্থনে উঠান বৈঠক,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি,

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মরহুম আহম্মদ ছফা মেম্বারের স্নেহের ছোট ভাই মেম্বার পদপ্রার্থী মো.ওয়ারেছ আহমেদ চৌধুরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ই মার্চ ) বিকেলে তাঁর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,কর্মী, সমর্থক ও ভোটারসহ অসংখ্য লোক সমবেত হয়।
ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, ইউপি সদস্য মো.ওয়ারেছ আহমেদ চৌধুরী একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। আমরা তাকে মেম্বার নির্বাচিত করবো।

ইউপি সদস্য পদপ্রার্থী মো.ওয়ারেছ আহমেদ চৌধুরী বলেন , আমি জনপ্রতিনিধি না হয়েও বিগত দিনে আমার সাধ্যমত এলাকাবাসীর সেবা করে এসেছি। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসায় নির্বাচনে অংশগ্রহণ করবো। তিনি আরও জানান, জনগণের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হলে ৯নং ওয়ার্ড এলাকা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ নির্মূল করা সহ ওয়ার্ডের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো।

আমজাদ হোসেন#
১৮.১২.২০২১ইংরেজি

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656