শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

মোটর বাইক সড়ক দূর্ঘটনায় রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী গুরুত আহত

চাইথোযাইমং মারমা রাঙ্গামাটি বিশেষ প্রতিনিধি :
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৮৭ বার পড়া হয়েছে

রাঙামাটির রাজস্থলীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন রাজস্থলী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক পূর্বকোণ/ পত্রিকার এশিয়ান ঁটিভি রাজস্থলী প্রতিনিধি আজগর আলি খান ও দৈনিক শিরোমনি পত্রিকার প্রতিনিধি মিন্টু কান্তি নাথ।

শনিবার বিকাল ৩টায় বাঙালহালিয়া ইউনিয়নের তপন বৈদ্য দোকান মোড়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এবিষয়ে মটরসাইকেল চালক মিন্টু কান্তি নাথ জানায়, সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা বাঙালহালিয়া ইউনিয়নের তপন বৈদ্য দেকান মোড়ে পৌছালে হঠাৎ একটি মোটরসাইকেল আমাদের সামনে চলে আসে।

এসময় আমার মোটরসাইকেল টি নিয়ন্ত্রণে আনতে শক্তভাবে হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আজগর ভাই ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তিনি বাম চোখ ও কপালে মাথা গুরুতরভাবে আহত হন এবং চোখে ও শরীরে গুরুতর আঘাত পান।

আজগর আলী খানের পারিবারিক সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে আজগর আলী খানকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম এভাকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে । বর্তমানে উন্নতি চিকিৎসা জন্য সেখানে ভর্তি করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656