


রাঙামাটির রাজস্থলীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন রাজস্থলী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক পূর্বকোণ/ পত্রিকার এশিয়ান ঁটিভি রাজস্থলী প্রতিনিধি আজগর আলি খান ও দৈনিক শিরোমনি পত্রিকার প্রতিনিধি মিন্টু কান্তি নাথ।
শনিবার বিকাল ৩টায় বাঙালহালিয়া ইউনিয়নের তপন বৈদ্য দোকান মোড়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এবিষয়ে মটরসাইকেল চালক মিন্টু কান্তি নাথ জানায়, সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা বাঙালহালিয়া ইউনিয়নের তপন বৈদ্য দেকান মোড়ে পৌছালে হঠাৎ একটি মোটরসাইকেল আমাদের সামনে চলে আসে।
এসময় আমার মোটরসাইকেল টি নিয়ন্ত্রণে আনতে শক্তভাবে হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আজগর ভাই ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তিনি বাম চোখ ও কপালে মাথা গুরুতরভাবে আহত হন এবং চোখে ও শরীরে গুরুতর আঘাত পান।
আজগর আলী খানের পারিবারিক সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে আজগর আলী খানকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম এভাকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে । বর্তমানে উন্নতি চিকিৎসা জন্য সেখানে ভর্তি করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

