স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানি ও হত্যা চেষ্টার হুমকির অভিযোগ তুলেছেন নাছিমা নামে এক গৃহবধূ। এ ঘটনাটি ঘটেছে পূর্ব শাহবাজপুর ইউনিয়নের পাতন গ্রামে।
ভুক্তভোগী নাছিমার স্বামী মাহমুদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে বিএনপি নেতা জাকের হোসেন আমার স্ত্রী নাছিমা কে বিয়ের প্রস্তাব প্রদান করে। কিন্ত নাছিমা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে আরো ক্ষিপ্ত হয়ে নানা ধরনের মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করার ফলে পড়াশোনায় নিয়ে চরম বিপাকে পড়েছে। এমনকি আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে এলাকার সচেতন সমাজসেবীরা বলেন, এরকম ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের জানান আমরা অভিযোগ পেয়েছি কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত বিএনপি নেতার জাকির হোসেনের বক্তব্য পাওয়া যায় নি৷ আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করব।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।