নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী পরিবারের সদস্য,কোম্পানীগঞ্জ যুবদলের রাজপথের লড়াকু সৈনিক সাদ্দাম হোসেন বাইক দূর্ঘটনায় গুরুতর আহত।
০৯-০৪-২০২১ ইংরেজি শুক্রবার নিজ বাইক নিয়ে সালুটিকর বাজার থেকে বাড়িতে আসার পথে বঙ্গবন্ধু মহাসড়কে এক বিপথগামী ট্রাকের সামনে পড়ে যায় সাদ্দাম হোসেনের বাইক।ট্রাক চালক বেপরোয়া ভাবে চালিয়ে আসছিল ট্রাকটি অন্যদিকে নিজ সাইট ছেড়ে যখন ট্রাকটি রং সাইটে (ডান দিক) আসে ঠিক তখনই সাদ্দাম হোসেনের বাইকটির সামনাসামনি হয়, যার ফলে নিজ প্রান বাঁচাতে ও গাড়িকে কন্ট্রোল করতে গাড়ি থেকে পড়ে যান রাস্তায় লুটিয়ে সাদ্দাম হোসেন।
রাস্তায় পড়ে যাওয়ার কারনে মোটরবাইকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উনার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো ছিড়ে যায়। সাথে সাথেই ঘটনাস্থলে মানুষ জড়ো হয় এবং যুবদল নেতা সাদ্দাম হোসেনকে মেডিকেল পাঠানোর ব্যবস্থা করে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।