শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

রমজানে প্রতিজ্ঞা- রুহুল আমীন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

রমজানে প্রতিজ্ঞা 

রুহুল আমীন


রমজানেরই চাঁদ উঠিল

নীল আকাশে ওই,

আয় মুসলিম দেখে যারে

রইলি তোরা কই।

শয়তান আজ পড়ল বাঁধা

এক মাসেরই তরে,

নিজের গুনাহ মাফ করিয়ে

ফিরবো তবে ঘরে।

ভুলে যাবো হানাহানি সব

হিংসা আরো দ্বেষ,

মোর ভিতরের খারাপটাকে

করব আজি শেষ।

পড়বো নামাজ নিয়ম মতো

অবহেলা আর নয়,

অসৎ সঙ্গ ছুড়ে ফেলে দিব

জেনে রেখ নিশ্চয়।

মানব সেবায় এগিয়ে যাবো

না রেখে দ্বিধা মনে,

প্রতিনিয়ত ভালো আচরণ

করবো সবার সনে।

সব লোককেই করবো মনে

নিজের আপন ভাই,

সুখ দুঃখের ভাগিদার হবো

সবাইকে পাশে চাই।

সব মিথ্যাকে দুরে ঠেলে দিব

এই রমজান থেকে,

কবুল করো আল্লাহ তোমার

গুনাহ্গার পাপিকে।

এই হাত দিয়ে করব না আর

অন্যায় পাপ কাজ,

আল্লাহ আমায় কবুল করো

মাথায় ফেলনা বাজ।

তোমারই কাছে প্রার্থনা মোর

আমায় করুণা করো,

তুমি ছাড়া আর নেইকো কেহ

আমায় আপন করো।

রমজান এলো সুযোগ দিলো

গুনাহ্ করাইব মাফ,

তোমার দয়ায় ঠাঁই দিও মোরে

দিও নাকো অভিশাপ।

এই রমজান চলে যাবে ঠিকই

আবার আসবে ফিরে,

শুধু জানিনা সেই দিনে আমি

রব নাকি নিজ নীড়ে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656