
একাত্তরে মুক্তিযোদ্ধার সহায়তাকারী দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক সহায়তা প্রদান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বুধবার সকাল ১০ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ে বোর্ড চেয়ারম্যান প্রদত্ত এ সহায়তা হাতে গ্রহন করেন দয়াল কৃঞ্চ চাকমা (৯১)।
এসময় তাঁর স্ত্রী শান্তি বালা চাকমাও উপস্থিত ছিলেন।
এ মহান স্বাধীনতাযুদ্ধের সময় রাঙামাটির বুড়িঘাটের কমতলী পাহাড় এলাকায় পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন বীরশ্রেষ্ট মুন্সি আবদুর রউফ নামকরন আছে।
ঐদিনটি ছিল ১৯৭১ সালের ২৪ এপ্রিল। এরপরের বুড়ির ঘাটের ভাংগামুরা এলাকার বাসিন্দা ইশ্বর চন্দ্র চাকমা ও চিক্ষপুদি চাকমার পুত্র দয়াল কৃষ্ণ চাকমা শহীদ মুন্সি আবদুর রউফকে সেই কমতলী পাহাড়ে (বর্তমানে সেই ছোট পাহাড়টি শহীদ বীর শ্রেষ্ট মুন্সি আবদুর রউফ এর স্মৃতি সৌধ হিসেবে পরিচিত) কবরস্থ সমাধি রয়েছে ।
তার জন্য রাঙামাটিবাসীর পাশাপাশি দেশবাসী মুক্তিযুদ্ধের চেতনা সহায়তাকারী হিসাবে দয়াল কৃঞ্চ চাকমা প্রতি সম্মান ও অবদান অতুলনীয় এর সাথে শ্রদ্ধা করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।