নিজস্ব সংবাদদাতা রাঙামাটি:- ধর্মীয় গুরুদের অংশগ্রহনে মঙ্গলবার সাড়ে ১০ টায় রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক ও আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ।
ইউনিসেফ এর সহযোগিতায় তিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প রাজস্থলী উপজেলা শাখা এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।
কর্মশালায় রাজস্থলী উপজেলার ২টি ইউনিয়ন এর বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুজন অংশ নেন।
কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উসসিন মারমা, উপজেলা টেকসই সামাজিক সেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রতিম দেওয়ান , রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, রিচা চাকমা প্রোগ্রাম অফিসার, উরসলা খীসা ইন্সটেক্ট্রর সহ টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, সামাজিক রীতিনীতি বাল্য বিবাহ পুষ্টি ও ধর্মীয় অনুসাশন অনুকরণ করে সমাজে রাষ্ট্রে সকলের মাঝে বার্তা পৌছায় দিতে হবে । বক্তারা আরোও বলেন, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ধর্মীয় অনুসাশন মেনে সমাজে সকলের মধ্যে সহায়ক ভূমিকা পালন করবেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।