শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

রাজস্থলীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা দান কর্মসূচি” 

চাইথোয়াইমং মাৱমা
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় পার্বত্য চট্রগ্রামের (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীনে যারা নিবন্ধন করেছেন তারা উক্ত গনটিকাদান কার্যক্রমের কর্মসূচি দিন এসএমএস ছাড়াই টিকার ১ম ডোজ গ্রহণ করতে পারবেন। এছাড়া যারা এখনো করোনার টিকার জন্য নিবন্ধন করেননি তারা সুরক্ষা এ্যাপস টিকার নিবন্ধন ও এন আইডি কার্ডের ফটো কপি এনে গনটিকাদান কার্যক্রমে অংশ নিতে পারবে। উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপণায় রাজস্থলীতে গণহারে করোনার ভ্যাকসিন দেওয়া যাবে, এলাকায় মসজিদে মন্দিরে বিহারে বাজারে ব্যাপক মাইকিং করা হয়। এতে মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে টিকা (১ম ডোজ) সকলে নিতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656