শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

রাজস্থলীতে হেডম্যান সম্মেলন অনুষ্ঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৩৯ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দুর্গম পাহাড়ে হেডম্যান কার্বারীদেরকে নিয়ে সম্মেলন অনুষ্টিত হয়েছে। ৪ অক্টোবর সোমবার উপজেলার মিতিংগ্যা ছড়ি এলাকায় ৫৬ বেঙ্গল রেজিমেন্টের কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ এর নির্দেশনায় রাজস্থলী সাব জোনের উদ্যােগ মিতিংগ্যা ছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ শম মুবতাসীন মালিয়াত সৌধ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান চৌধুরী, এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ারেন্ড অফিসার মোঃ আকরাম হোসেন, ওয়ারেন্ড অফিসার মোঃ শুক্কুর আলী সহ আগত হেডম্যান কার্বারী বৃন্দ। মেজর হাসান বলেন, শান্তি সম্প্রীতি উন্নয়ন যদি এ রাজস্থলী উপজেলা এলাকায় প্রতিষ্টিত হয়। তাহলে সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করা যায়। পাহাড়ে যারা উন্নয়নে কত যে,বাঁধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে। সকলে যারযার অবস্থান থেকে আইন শৃংখলার বাহিনীকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেন। তিনি আরো বলেন, কয়েক দিনের ভেতরে একটি ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প স্থাপন হবে। এরপর স্থানীয় বাসিন্দাদেরকে সেনাবাহিনী উদ্যােগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করা হবে । আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কামনা করি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656