চাইথোযাইমং ,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর নামক আবাসিক এলাকায় রাজস্থলী টু বাঙ্গালহালিয়া সড়কে মটরসাইকেল ও চাঁদের গাড়ীর মুখোমৃখি সংর্ঘষের ঘটনায় উক্যাচিং নামক( ১৮) স্কুল পড়ুয়া নবম শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে। অাহত হলেন অারো ২ জন তারা হলেন, মোটর বাইক চালক কাঞ্চন তনচংগ্যা ২৬, মাওয়াচিং ২০ গুরুতর অাহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর নামক এলাকায়। শুক্রবার সকাল সাড়ে অাট টায় রাজস্থলীর চন্দ্রঘোনা সড়কে বিপরীত থেকে অাসা চাঁদের গাড়ী ও মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে উক্যাচিং মারমা নামে স্কুল ছাত্রী নিহত হন। এ ঘটনায় বাইক চালক ও অারেকজন নারী যাত্রী অাহত হয়েছেন। নিহত উক্যাচিং মারমা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে বলে জানা যায়।সে কাপ্তাই উপজেলাধীন চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনায শুনেছি, সকালে ঘটনার পর পর ঘটনাস্থে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কতব্যরত ডাক্তার উক্যাচিং মারমা কে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় চাঁদের গাড়ী চালক পালিয়ে যায়। ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন চলছে।।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।