রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

রাজস্থলী তে দুর্গাপূজামন্ডবে পরিদর্শনে, ইউ এন ও,,শান্তনু কুমার দাশ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৭৩০ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধি ॥

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটি পরিষদের সাথে এক শুভেচ্ছা বিনিময় ও পূজা মন্ডপ পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। মঙ্গল বার (১২অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বাঙালহালিয়ার ২ টি পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের মিলন বন্ধন দীর্ঘ সময়ের। এখানে একে অপরের ভাই ভাই। তাই আমরা নিজ ভালো থাকবো, অন্যকে ভালো রাখাই এমনটাই হওয়া উচিত। বর্তমান সরকারের সময়ে সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও মানুষের ভাগ্যন্নোয়ন প্রসার গতি ও সম্প্রীতির বন্ধন অটুট ভূমিকা রাখার প্রতি সকলের আন্তরিকতা ও শান্তিপূর্ণ সহবস্থান সৃষ্টিতে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও জাতি ভেঁদে নয় শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে উৎসব আরো আনন্দ মুখোর পরিবেশ হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজস্থলী, চন্দ্রঘোনা থানার সহকারি পুলিশ সুপার আবু ছালেহ, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ইকবাল বাহার চৌধুরী, চেয়ারম্যান ঞোমং মারমা সহ পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির সদস্য সদস্যা বৃন্দ ও সংবাদকর্মী রা উপস্থিত ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656