শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না- পরিকল্পনামন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

পরিকল্পনা মন্ত্রী আলাহজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, ইউক্রেনের সাথে সরাসরি বাণিজ্য আমার জানা মতে বেশি ভয়ংকর নয় যে আমাদের ধস নেমে যাবে। বরং কোন কোন ক্ষেত্রে আমাদের যে বাজার আছে পশ্চিমায় সেখানে ত আমাদের দেশের কাপড়,মাছ, মাংস যাবেই। সেগুলো ত আটকানোর কথা না। আর আমাদের আরেক বন্ধু রাষ্ট্র রাশিয়ার সাথে বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে বড় কাজ হলো রুপপুর পারমাণবিক প্রকল্প। তারা আমাদের ঋন দিয়েছে আমরা ঋন গ্রহণ করেছি। কাজও চলছে আশা করি এই প্রকল্প রাশিয়ার সাথে বাংলাদেশের কোন সমস্যা হবে না। মন্ত্রী আরো বলেন, নির্দেশ দিয়ে বাজার চালানো যায় না, কেউ পারে না। দ্রæব্য মূল্যের দাম যে ভাবে বাড়ছে আসলে সেটা সস্তির বিষয় না।

মন্ত্রী বলেন, বিএনপিকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব না। বিএনপি তার নিজস্ব রাজনীতি করে তাদেরও কিছু কর্মসূচি আছে তারা নির্বাচনে আসবে কি না সেটা তাদের ব্যাপার। সুতারাং তাদের আগ বাড়িয়ে কোন দলকে উপদেশ দেওয়া আমি গ্রহণ যোগ্য মনে করি না। আওয়ামীলীগ কি করবে বন্ধু হিসেবে অনেকে অনেক মন্থব্য করতে পারে।

শনিবার দুপুরে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনামূলক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এইসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমু খ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656