
মনিরামপুর উপজেলা প্রতিনিধি
যশোর বসুন্দিয়া মনিরামপুর কেশবপুর সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা রেলপথ দাবিতে মানববন্ধন করে বিভিন্ন সংস্থা ও মনিরামপুর রিপোর্টার্স ক্লাব-হৃদয়ে মনিরামপুর ফেইজবুক গুরুপ-মনিরামপুর প্রেসক্লাব-কেশবপুর প্রেসক্লাব- পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা এফ এস ডি ও -মনিরামপুর যুবলীগ -ছাত্র লীগ-সেচ্ছাসেবকলীগ সহো সোশ্যাল মিডিয়ার হাজার হাজার মানুষ।প্রথমে দাবিটি তুলে ধরেন সময়সমায়িক পত্রিকার সাংবাদিক মোঃ শাহজালাল ভাইরাল হতে থাকে দাবিটা।অবশেষে গত ০২-০২-২২ বুধবার কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা শ্যামল সরকার
ও ০৩-০২-২২ বৃহস্পতিবার মাননীয় সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য রেলপথ দাবি নিয়ে রেল মন্ত্রণালয়ের সচিব ডঃ হুমায়ুন কবিরে
সাতে সৌজন্য সাক্ষাৎ করে মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য চাঁদ বলেন যদি রেল পথটি যশোর বসুন্দিয়া মনিরামপুর কেশবপুরের সাগরদাঁড়ির হয়ে যায় তাহলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাসস্হানে গড়ে তুলা যাবে পর্যটক কেন্দ্র। তা ছাড়া যশোরের সব কয়টা উপজেলা রেল নেটওয়ার্কের আওতায় আসবে।যদি বসুন্দিয়া মনিরামপুর যশোর সাগরদাঁড়ি হয়ে যায় যশোর থেকে সাতক্ষীরার দুরত্ব হবে ৪৯ কিঃ মিঃ
বসুন্দিয়া ঝিকরগাছা বেনাপোলের চেয়ে ৪৩ কিঃ মিঃ কম হবে।ফলে সরকারী অর্থ বাঁচবে শতশত কোটি টাকা।
রেল সচিব মহাদয় সবদিক থেকে বিবেচনা করবে বলে আশ্বাস দেন।মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য চাঁদ মাননীয় প্রধানমন্ত্রী নিকট এই রেল পথ বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছেন।সেই সাতে মনিরামপুর কেশবপুর মানববন্ধন ও সোশ্যাল মিডিয়ার দাবি কে সাদোবাদ জানিয়েছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।