স্টাফ রিপোর্টারঃ অদ্য ০৬-১০-২০২১ ঈসায়ী বুধবার সকাল ১০.০০ টায় স্থানীয় গোবিন্দগঞ্জে লতিফিয়া ইমাম সোসাইটি ছাতক উপজেলা দক্ষিণ'র প্রথম সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা আব্দুল গফুর'র সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মাওলানা আবুল ফজল মোহাম্মদ ত্বহা'র সঞ্চালনায় সূচিত সভায় কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ আবুবকর ছিদ্দীক শরিষপুরী,
শাখার সকল দায়িত্বশীলবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় এবং পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনারবৃন্দের অনুমতিক্রমে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে কমিটির নিম্নবর্ণিত আংশিক পদগুলো পরিপূর্ণ করা হয়-
সহ সভাপতি, মাওলানা আব্দুন নূর, মাওলানা শাহাব উদ্দিন সালেহী, কারী রফিকুল ইসলাম, হাফিজ জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক, মাওলানা আবুল হাসান মুহাম্মদ রফিকুল হক, সহ প্রচার সম্পাদক, কারী রাজীব উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক, কারী জয়নাল আবেদীন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক, মাওলানা সৈয়দুর রহমান, সহ অফিস সম্পাদক, মাওলানা আব্দুস সালাম, নির্বাহী সদস্য, মাওলানা আহমদ হুসাইন, মাওলানা রাহীম আহমদ,মাওলানা ছাদীকুর রহমান, কারী জামাল আহমদ, কারী সাজ্জাদুর রহমান শাহীন, মাওলানা মুমিন আল হুসাইন, কারী আমির আলী, মাওলানা ইলিয়াস উদ্দিন, হাফিজ মাওলানা মাসুম আহমদ ও কারী আবু তাহির।
পরিশেষে উক্ত সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল গফুর সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।