শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

লামাসানিয়া জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর অনুমোদন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) সংবাদদাতাঃ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লামাসানিয়া জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আলিম স্তরের (একাদশ ও দ্বাদশ শ্রেণি) শ্রেণি খোলার অনুমতি পেয়েছে।

রবিবার (২৭ জুলাই) অনুমতি দেন শিক্ষা বোর্ড এই কাঙ্ক্ষিত অর্জনের জন্য প্রতিষ্ঠানটির শিক্ষক, পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মাদ্রাসার সুযোগ্য সুপার মাওলানা আব্দুর রশিদ এবং সহ-সুপারসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা ও দিকনির্দেশনার ফলেই এই অনুমোদন বাস্তবে রূপ পেয়েছে।

এছাড়াও ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য জনাব কামরুল ইসলাম এবং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম বলেন,

প্রতিষ্ঠানটির এই নতুন অধ্যায় শুরুর মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা এখন নিজ গ্রামেই উচ্চতর ইসলামী ও সাধারণ শিক্ষার সুযোগ পাবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ও ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ হারুনুর রশীদ বলেন , আলিম স্তরের কার্যক্রম শুরুর মাধ্যমে প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও উন্নতির পথে এগিয়ে যাবে এবং একটি মডেল মাদ্রাসা হিসেবে সমাজে ভূমিকা রাখবে বলে আশার করছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656