মহেশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র,সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টায় চট্রগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মেয়র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
শপথ গ্রহণ শেষে মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-
মহেশখালী পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা গঠনে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করে যাব ৷
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মহেশখালী পৌরসভায় ইভিএম পদ্ধতিতেএক অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মকছুদ মিয়া ৭ হাজার ৭ ভোট পেয়ে ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।