
বিশেষ প্রতিনিধি (শান্তিগঞ্জ) সুনামগঞ্জ
দিন যত যাচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাড়ছে ২১ আগস্ট শনিবার দুপুর ১২টায় সিলেট থেকে দিরাই উদ্দেশ্য রওনা বাস শান্তিগঞ্জের গাগলী নামকস্থানের দেবের গ্রাম পয়েন্টে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত।
আদুর্ঘটনায় পর স্থানীয়দের সহয়তা আহতদের কে উদ্বার করে প্রাথমিক চিকিৎসা জন্য মেডিকেল প্রেরণ করা হয়েছে। এতে কারোর বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানা যায়।
ঘটনাটির সততা নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মোঃ বাবুল হোসেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।