শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শান্তিগঞ্জের ঠাকুরভোগে বিএনপির কর্মীসভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

মো: নুরুল হক,শান্তিগঞ্জ:

শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ঠাকুরভোগ গ্রামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ উল্লা’র সভাপতিত্বে ও যুবদল নেতা বিলাল খাঁনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন। 

আনছার উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘বিগত ১৬ বছর দুর্নীতি, লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ফুকলা করে দিয়েছে। দ্রব্যমূল্যের ক্রয়ক্ষমতা মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। মামলা, হামলা দিয়ে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। গুম, খুন, গণহত্যা চালিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছিল।’

তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে বিএনপিকে নির্বাচন থেকে দুরে রেখে স্বৈরতন্ত্র কায়েম করেছিল হাসিনা সরকার। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতিক ধানের শীষে ভোট দেওয়া থেকে এ প্রজন্মকে বিরত রাখতে বাধ্য করেছিল। একদলীয় নির্বাচন, রাতের ভোট আর ডামি নির্বাচনের মাধ্যমে শহিদ জিয়ার প্রতিক ধানের শীষকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু এত ষড়যন্ত্রের পরও ধানের শীষের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী থাকবে। আমাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জননেতা কয়ছর আহমদ নির্বাচন করবেন। আপনারা সবাই ধানের শীষ প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন সেই প্রত্যাশা করছি।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, উপজেলা বিএনপি নেতা আঙ্গুর মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জিলানি মিয়া, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য তোফায়েল মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল বাছির, উপজেলা যুবদল নেতা রায়হান আহমেদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান।

এসময় বিএনপি নেতা তখলুছ খাঁন, সুরুজ আলী, তানিছ মিয়া, আব্দুস সালাম, যুবদল নেতা মনসুর মিয়া, ছাত্রদল নেতা নাবিল খাঁন, শাহিনুর রহমান, নুর হোসেন, সাইদুল ইসলাম, মাহি খাঁনসহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656