
সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এনামুল হক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্ব সম্মতিতে তিনি সভাপতি নির্বাচিত হন।
এনামুল হক সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক সদস্যও।
গত ১৭মে (মঙ্গলবার) অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন।
উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় তিনি মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান (এমপি), শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনামুল হক সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন, তিনি বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখাসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নজর রাখবেন।
নব-নির্বাচিত সভাপতি এনামুল হক বলেন, তিনি সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।
সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ নব-নির্বাচিত সভাপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।