শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড ও বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বজ্রপাতে নিহত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে নগদ অর্থের চেক হস্তান্তর করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবার এবং বজ্রপাতে নিহত ১টি পরিবারের প্রতিনিধির হাতে জনপ্রতি ২০,০০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাছান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, প্রকল্প অফিসের সহকারী হরিপদ দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী পরিবারগুলো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656