


মোঃ আবু সঈদ
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ মরহুম আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি স্মরণে প্রবর্তিত ২য় তম “আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি”-২০২৫অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর)উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১ ঘটিকা হইতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ২৮৫ জন ছাত্র-ছাত্রী রেজিষ্ট্রেশন করে এবং ২৬৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা প্রকল্পের নির্বাহী পরিচালক সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, জাতীয় দৈনিক ” আমার দেশ” এর সিলেট ব্যুরো চীফ সাংবাদিক খালেদ আহমদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেধা বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক উপজেলার কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, পরীক্ষা নিয়ন্ত্রক রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, হল সুপার আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী,সহকারী হল সুপার জীবধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস, পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক ফরিদুর রহমান ফরিদ,আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির আহমদ,শান্তিগঞ্জ চাইল্ড কেয়ার একাডেমীর পরিচালক জাকির হোসেন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ।
পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিলেন শিক্ষক সঞ্জয় চক্রবর্তী,এনামুল হক, রানা আচার্য্য, বেনু মজুমদার, উম্মে কুলসুম,মোহিত দেবনাথ,শারমিন আক্তার,রাবেয়া আক্তার রুবি, জাকিয়া সুলতানা, ফয়জুল হক, নির্মল চন্দ্র দাস,তানজিলা রোজি।
এসময় পরীক্ষা কেন্দ্র এলাকায় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি শিক্ষক রিন্টু কুমার দাস,শিক্ষিকা মোছাঃ মতিয়া বেগম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফরহাদ আহমদ ফয়সল সহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক ও অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

