


শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আব্দুন নূর স্মৃতি স্মরণে ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জয়কলস-উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান, শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তির প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম নজরুল ইসলাম, ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেধাবৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী।
পরীক্ষার হল পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক বিপুল চক্রবর্তী, রাবেয়া আক্তার রুবী, জাকিয়া বেগম, জাকির হোসেন, মো: সাইদুল হক, সঞ্জয় চক্রবর্তী, জহিরুল হক, ধনঞ্জয় চন্দ্র, মো: এনামুল হক, বেনু রঞ্জন মজুমদার ও বাদল চন্দ্র দাশ প্রমুখ।
পরীক্ষায় উপজেলার ৮টি ইউনিয়নের ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৩ শত ৭২ জন শিক্ষার্থীর মধ্যে ৩শত ৫৫ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ছেলে ১ শত ২৪ ও মেয়ে ১শত ৪৮ জন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

