শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও আনজুমানে তালামীযে ইসলামিয়ার যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জস্থ মাহবুবা কমিউনিটি সেন্টার থেকে মুবারক র্যালি শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শান্তিগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু নছর মো. ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আবু তাহের মোহাম্মদ খালেদ, প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল করিম মহসিন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আল ইসলাহ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম আলফাজ, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, জেলা তালামীযের সভাপতি আবু হেনা মোহাম্মদ ইয়াসিন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড শান্তিগঞ্জের সভাপতি হাফিজ শাহজাহান, উপজেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মফিদুর রহমান, সহ-সভাপতি জয়নাল আবেদিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রশিদ, শান্তিগঞ্জ তালামীযের সভাপতি দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাজী রাসেল আহমদ প্রমুখ।
এসময় আল ইসলাহ ও তালামীযের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।