শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৬ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এই সমন্বয় সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ প্রমুখ৷
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।