শহিদুল ইসলাম রেদুয়ান : বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জে উদ্বোধন করা হয়েছে এড. আজাদ বখত ও ফরিদ বখত গণপাঠাগার।
মঙ্গলবার (২৭ মে) বিকালে শান্তিগঞ্জ বাজারস্থ সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এই পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠান।
গণ পাঠাগারের কর্ণধার নেয়ামত উল্লাহ কয়েছের সভাপতিত্বে ও শিক্ষাবিদ সুলতান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
শুরুতে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের নির্বাহী পরিচালক প্রভাষক মামুন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মমতাজুল হাসান আবেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, উপজেলা জামায়াতে ইসলামী আমির হাফিজ আবু খালেদ, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সঈদ, সুনামগঞ্জ সাহিত্য পরিষদের সম্পাদক ও গণপাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক রহমান তৈয়ব, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, সামিউল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পাঠাগার একটি সমাজের জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। ‘এড. আজাদ বখত ও ফরিদ বখত গণপাঠাগার’ এলাকার মানুষের মাঝে জ্ঞান ও সংস্কৃতির আলো ছড়িয়ে দেবে বলে আশাবাদী। তাছাড়া বইয়ের পাশাপাশি জাতীয় ও স্থানীয় পত্রিকা সংরক্ষণ করা হলে পাঠকের আগ্রহ আরও বাড়বে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।