


নিজস্ব প্রতিবেদক:- শান্তিগঞ্জে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এনাম তালুকদার মেধাবৃত্তি ২০২২ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়োমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সামাওদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান,দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক, আমরিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহিম,সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবাব মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোকন খাঁন হিমেল,স্বাগত বক্তব্য রাখেন সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মাওঃ আক্তার হোসেন সহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার সদস্য সাহাজান মিয়া,এওর মিয়া, লেছন মিয়া,ইউপি সদস্য গোলাম কিবরিয়া সুজন, মাসিক আলী, সুহেনা বেগম,লোভা দাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরন করেন অতিথিবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

