শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে 'কিশোরকন্ঠ মেধাবৃত্তি' পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ নভেম্বর) সকাল ১০ টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশনেয়।
কিশোরকন্ঠ শান্তিগঞ্জ উপজেলার প্রধান পরিচালক সজিব আহমদ ও সদস্য সচিব আফসার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার প্রধান পৃষ্ঠপোষক মনিরুজ্জামান পিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সাবেক প্রধান পৃষ্ঠপোষক হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সাবেক অফিস উপদেষ্টা আব্দুল আউয়াল, সাবেক আইন উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, শিক্ষানুরাগী আবুল কালাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংবাদিক প্রভাষক মামুন আহমদ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।