
শহিদুল ইসলাম রেদুয়ান
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অধিক গতিশীলতা আনতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে আগস্ট) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক এ এল এম নজরুল ইসলাম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদ্রঋণ কেবল দারিদ্র্য বিমোচনের হাতিয়ার নয়, বরং আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায়নের একটি কার্যকর মাধ্যম। এজন্য প্রয়োজন সুপরিকল্পিত ঋণ বিতরণ, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও সদস্যদের নিয়মিত পরামর্শদান।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এনজিও, সমবায় ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।