
শান্তিগঞ্জ বিশেষ প্রতিনিধি।
আবু খালেদঃ- শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা শ্রী,বটু দাসের ছেলে বৃকু দাস(৩২) নিজ বাড়ির সামনে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুকালে বৃকু দাস মা,ভাই,স্ত্রী,এবং দুই সন্তান রেখে মৃত্যু বরণ করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, অনুমানিক রাত রাত ৩টার দিকে নিজ বাড়ির পাশে বৃকু দাসের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবার,তার পর পুলিশ কে খবর দেওয়া হয়েছে,আর বৃকু দাস অত্যন্ত সাধারণ ছিল তার চলাফেরা, সহজ সরল জীবনযাপন কিন্তু এই কয়েকদিন যাবত তার মধ্যে পরিবর্তন দেখা যায় বলে জানান প্রতিবেশীরা। সব সময় যেন কোন এক ভাবনা নিয়ে ঘুরতে থাকে। অবশেষে সে আত্মহত্যা করল।
ঘটনাটির সততা নিশ্চিত করেন,শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন,তিনি বলেন ঘটনার খবর পেয়ে আমার সাথে এই স্থানে চলে এসেছি এবং লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।