শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবক আত্মহত্যা! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজস্ব প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। যুবকের নাম জুবেল আহমদ (২১)। তিনি পেশায় একজন গাড়ি চালক। জুবেল ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা (নয়াবাড়ী) গ্রামের আকদ্দুছ মিয়ার ছেলে।

সোমবার বিকাল ৪ টায় নিজ বাড়ীর বাংলা ঘরের চালের বাঁশের সাথে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানান যায়, বাড়ির এক আত্মীয়ের বিয়ের ওয়ালিমায় খাওয়া-দাওয়া করে আনুমানিক ১টায় বাড়িতে ফিরেন জুবেল আহমদ। সকলে ওয়ালিমা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়ি ফাঁকা ছিলো। এই ফাঁকা থাকার সুযোগে ঘরে ডুকে ফাঁস দেন তিনি।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পরিদর্শক (এসআই) পার্ডন কুমার সিংহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার করেন

ঘটনাটির সততা নিশ্চিত করেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

শহিদুল ইসলাম রেদুয়ান /১৪ই ফেব্রুয়ারী ২২খ্রিঃ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656