নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাও ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত প্রায় নয়টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূবের হাটি ব্রিজ সংলগ্ন এক বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ঘরবাড়িতে। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকাবাসী আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে শুকুর আলী ও মিরাস মাস্টারের ঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে তাদের ঘরের মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্রসহ নগদ অর্থ পুড়ে যায়। স্থানীয়দের দাবি, এ ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ডের সূচনা হয়। তবে বিস্তারিত তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।