


নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী ইফতার মাহফিল উপলক্ষ্যে দাওয়াতি প্রচারণা করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দুপুর থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন দপ্তরে ইফতার মাহফিলে অংশগ্রহণের দাওয়াত পৌঁছে দেন জামায়াতে ইসলামী উপজেলা নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৮ রমজান (১৯শে মার্চ) শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিউনিটি সেন্টারে পবিত্র রমজান মাস উপলক্ষে বড় পরিসরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করছে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট,উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশ সেনাবাহিনীর সাময়িক দপ্তর, শান্তিগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়,উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর, উপজেলা সমবায় দপ্তর, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন দপ্তর, উপজেলা সমাজ সেবা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামীর, উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, শিক্ষক, ডাক্তার সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের ইফতার মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রচারণাকালে সক্রিয়ভাবে দাওয়াত প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার মোঃ দিলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি শিক্ষানবিশ আইনজীবী আসাদুজ্জামান আসাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম আহমেদ, সাধারণ সম্পাদক মামুন আহমেদ ও জয়কলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তাজুল ইসলাম সহ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

